Madhyamik Routine 2025 : মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করল মাধ্যমিকের নতুন রুটিন !!

Madhyamik 2025 Exam Routine : প্রতিবছর পরীক্ষার ফল ঘোষণার সঙ্গেই পরবর্তী বছরের পরীক্ষার সূচি ঘোষণা করে পর্ষদ। কিন্তু ব্যতিক্রম ভাবে এ বছর একমাস অতিক্রান্ত করে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হল ।চলিত বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ রা ফেব্রুয়ারি এবং পরীক্ষা চলেছিল ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত।এবছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ২ রা মে ফল প্রকাশের প্রায় দু মাসের মধ্যে ২০২৫ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পর্ষদ।

Madhyamik 2025 Exam : Dates and Time

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে । পর্ষদের নির্দেশ অনুযায়ী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ই ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হবে ২২ শে ফেব্রুয়ারি । চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ রা ফেব্রুয়ারি এবং পরীক্ষা চলেছিল ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবছরের মত আগামী বছর ও পরীক্ষা শুরু হবে ১০ টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২ টো নাগাদ।

Madhyamik 2025 Exam Routine

পর্ষদ সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষার বিস্তারিত সুচি জানানো হল –

Exam DateSubject
February 10, 2025First Language
February 11, 2025Second Language
February 15, 2025Mathematics
February 17, 2025History
February 18, 2025Geography
February 19, 2025Life Science
February 20, 2025Physical Science
February 22, 2025Optional elective subjects

চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯,১০,৫৯৮ । এরমধ্যে ৪,০৩,৯০০ জন ছাত্র এবং ৫,০৮,৬৯৮ জন ছাত্রী ।উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৭,৬৫,২৫২ জন।আগামী বছর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে এই আশায় প্রকাশ করছে পর্ষদ।

পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট আপডেট আমাদের মাধ্যমে পাবেন। মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি থেকে ফাইনাল মাধ্যমিক পরীক্ষার সমস্ত সাজেশন থেকে শেষ মুহূর্তের প্র্যাকটিস সমস্ত কিছুতে আমরা ছাত্র-ছাত্রীদের পাশে আছি।

Leave a Comment